নাটোর প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে নাটোরে ৬দিন ব্যাপি অমর একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কানাইখালী স্টেডিয়ামে আয়োজিত বই মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নাটোর-২ ( সদর – নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। বই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এর সভাপতিত্বে এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম বার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শরীফুন্নেছা, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খাঁন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম প্রমূখ। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, জন প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মেলা চত্ত্বরে এক উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। ৪টি ক্যাটাগরিতে প্লে থেকে দশম শ্রেনীর প্রায় ৮০ জন শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ নেয়। মুক্তিযুদ্ধের চেতনায় দেশের সঠিক ইতিহাস ও ভাষা সংগ্রাম, মুক্তিযুদ্ধসহ দেশপ্রেমের নানা দৃষ্টান্তের প্রতিফলন ঘটে এই চিত্রাঙ্কন প্রতিযোগীতায়। মেলায় সরকারি বেসরকারি ২৬ টি স্টল অংশগ্রহন করে। ৬দিন ব্যাপী বই মেলার প্রত্যেকদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নতুন বইয়ের মোড়ক করা হবে।
খবর২৪ঘন্টা/নই