ঢাকামঙ্গলবার , ৭ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে ৬টি উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে আলোর মিছিলের বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ প্রদান

অনলাইন ভার্সন
মে ৭, ২০১৯ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি: “পবিত্র রমজান মাস, পল্লী বিদ্যুতের সেবার মাস” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোর ফেরিওলা দ্রুততার সাথে নতুন সংযোগ ও অভিযোগ সমাধানে কাজ শুরু করেছে নাটোর পল্লী বিদ্যু সমিতি-১।
নাটোরে মাহে রমজান উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে হযরানি মুক্ত বিশেষ সেবার বিনামূল্য আলোর মিছিলের বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। মঙ্গলবার সকাল থেকে জেলায় ৬টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন সরেজমিনে বাড়ি বাড়ি ঘুরে বিশেষ সেবার অংশ হিসাবে ১১২ টি আটো- ভ্যান নিয়ে যাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই তাদের খুজে বের করে শুধু মিটার
ভাড়া বাবদ ফ্রি নিয়ে সংগে সংগে সংযোগ প্রদান করছে। এসময়ে বিদ্যুৎ সংযোগ প্রদানে উপস্থিত ছিলেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন, এজিএম নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মো.নূরে আলম, নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান সহ পল্লী বিদ্যুৎ সমিতি বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী ও গনমাধ্যম কর্মীগন।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।