নাটোর প্রতিনিধি: নাটোরে দুই মাদক ব্যবসায়ী ১৫ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। দুইজনকে ১লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরের দিকে এ রায় দেন জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম । সাজাপ্রাপ্তরা রাজশাহীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ঠাকুরমারা এলাকার মৃত লইমুদ্দিনের ছেলে মোঃ সেলিম শেখ (৪০) অপর জন একই এলাকার মৃত মাঈনুল ইসলামের ছেলে মো. হাসান আলী (২৭)।
নাটোর কোর্ট ইন্সপেক্টর মো. নাসির উদ্দিন মন্ডল জানান, ২০১৬ সালে ৪মে সেলিম শেখ ও হাসান আলী ঢাকা থেকে সয়াবিনের তৈল বোঝাই ট্রাকে রাজশাহী যায়ার সময় গুরুদাসপুর বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে কাচিকাটা টোলপ্লাড়া এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রাকটিতে তল্লাসি করে ডিবি পুলিশ। তল্লাসির সময় সেলিম শেখ ও হাসান আলীর কাছে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তাদের দুই জনকে আটক করা হয়।
এঘটনায় তৎকালীন উপ-পরিচালক ডিবি (এসআই) সিরাজুল ইসলাম বাদি তাদের নামে মামলা দায়ের করেন। এই মামলাটি ডিবি উপ-পরিচালক (এসআই) আনিসুর রহমান তদন্ত শেষে সেলিম শেখ ও হাসান আলীকে অভিযুক্ত করে একই বছরের ২৬ জুলাই আদালতে চার্জশির্ট দাখিল করেন। বিচারক শুনানি ও সাক্ষ্যগ্রহন শেয়ে আজ এ রায় দেন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।