নিজস্ব প্রতিবেদক :
নাটোরের আব্দুলপুর স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৮০ লিটার চোরাই ডিজেলসহ চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব। শনিবার গভীর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, লালপুর থানার গোসাইপুর গ্রামের জমসেদের ছেলে হাফিজুল (৩২), মৃত পালানের ছেলে খাদেম আলী (২৬), আব্দুস সাত্তারের ছেলে পিন্টু (২৪), পোকান্দা গ্রামের শাহেদ আলী (২৪) ও ঈশ^রদী থানার আরমবাড়িয়া এলাকার শাহাদাতের ছেলে আক্কাশ আলী (৩৯)।
র্যাব জানায়, র্যাব-৫ এর নাটোর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আব্দুলপুর স্টেশন এলাকায় ডিজেল চুরি করা হচ্ছে। এ সময় র্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে ১৩৮০ লিটার ডিজেলসহ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে