নাটোর প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে নাটোরের সিংড়ায় ৪৪ টি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ প্রোভাইডারদের পিপিই প্রদান করেছেন রোটারী ক্লাব অব মেট্রোপলিটন ঢাকা নামে একটি সংস্থা। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: আমিনুল ইসলামের হাতে এন আর বি গ্লোবাল ব্যাংক কর্মকর্তা ও সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ রেন্টু পক্ষে এই পিপিই হস্তান্তর করেন স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেড এবং ৬ নং হাতিয়ানদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মোঃ ময়েন উদ্দিন (সেন্টু)। এসময় উপস্থিত ছিলেন ৬ নং হাতিয়ানদহ ইউনিয়ন ছাত্রলীগ লীগের সাধারণ সম্পাদক সাইদুল মোল্লা, সিংড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তানজিল সরদার, সাবেক সহ সভাপতি সিংড়া উপজেলা ছাত্রলীগ মোঃ মনিরুল ইসলাম মনির, সাবেক সভাপতি লালোর ইউপি আওয়ামী লীগ আব্দুল মান্নান তালুকদার প্রমুখ।এসময় করোনা ভাইরাস প্রতিরোধ কাজের সুবিধার্থে এই পিপিই তুলে দেওয়া হয়।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।