1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাটোরে হেরোইন ও ইয়াবা রাখার দায়ে যুবকের যাবজ্জীবন দিয়েছে আদালত - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

নাটোরে হেরোইন ও ইয়াবা রাখার দায়ে যুবকের যাবজ্জীবন দিয়েছে আদালত

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুন, ২০১৮

নাটোর প্রতিনিধি: নাটোরে ৪১০ গ্রাম হেরোইন ও ৯০৪ পিস ইয়াবা ট্যাবলেট রাখার দায়ে আকবর হোসেন সুজন (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া ১০হাজার টাকা জরিনমানা করা হয়। শফিউল ইসলাম সোহেল (২৩) কে ৫ বছরের কারাদন্ড একই সংগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একজনের অপরাধ প্রমানিত না হওয়ায় কালাম হোসেন (৪০) কে বেকসুর খালাস দেয়া হয়। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম এই রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন আকবর হোসেন সুজন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কাঠালিয়া মোড় এলাকার মোজাহার আলীর ছেলে এবং শফিউল ইসলাম সোহেল একই থানার কাশিয়াডাঙ্গা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। খালাসপ্রাপ্ত কালাম হোসেন বোয়ালিয়া থানার ফুতকিপাড়া মহল্লার মৃত আব্দুল গনির ছেলে।

উল্লেখ্য গত ২০১৬ সালের ২ জুলাই মাদক বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি সদর উপজেলার একডালা এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় নাটোর-রাজশাহী মহাসড়কে দন্ডপ্রাপ্ত আকবর হোসেন সুজন, শফিউল ইসলাম সোহেল এবং কালাম হোসেনকে ৪১০ গ্রাম হেরোইন ও ৯০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এই ঘটনায় নাটোর সদর থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেন র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-২ এর তৎকালীন ডিএডি মোজাহার আলী তরফদার।

মামলা সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এস আই) আকতারুজ্জামান তদন্ত শেষে ওই তিনজনকে অভিযুক্ত করে ওই বছরের ৮আগষ্ট আদালতে চার্জসীট দাখিল করেন। ওই মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ সোমবার বিচারক এই রায় দেন।

নাটোর জজ কোর্টের পাবলিস প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team