নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরের যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন খান্নাস হত্যা মামলায় চার জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দীক এ রায় দেন। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন হলেন- লালপুর উপজেলার বাসিন্দা শামিম হোসেন, আব্দুল মতিন, সুজন ও আব্দুস শুকুর ওরফে বাবু। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন সান্টু।
নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিউকিটর (পিপি) মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
খবর ২৪ ঘন্টা/আর