নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ক্লিক মোড়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ১৪ জনের প্রাণহানির ঘটনায় ৭ জনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৩২, তারিখ-২৫/০৮/১৮)। শনিবার গভিররাতে বনপাড়া হাইওয়ে থানার এএসআই ইউসুফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় বড়াইগ্রাম লেগুনা মালিক সমিতির সভাপতি জাবেদ আলী মোল্লা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, লেগুনার মালিক শাহাদৎ হোসেন প্রামাণিক, নিহত লেগুনা চালক আব্দুর রহিম, নিহত হেলপার রাজা মিয়া, চ্যালেঞ্জার বাসের মালিক ও চালক (নাম-পরিচয় অজ্ঞাত)।
মামলার বাদী ইউসুফ আলী বলেন, তাৎক্ষণিক সিদ্ধান্তে এই মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে, পরবর্তীতে প্রয়োজনে মামলার বিষয় ও ধারার সংযোজন-বিয়োজন হতে পারে।
/জেএন