নাটোর প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে স্বেচ্ছাসেবকলীগের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের কান্দিভিটায় জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন দলের নেতা-কর্মীরা। পরে দোয়া মাহফিল শেষে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে যায়। এসময় উপস্থিত ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রতœা আহমেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুর রহমান, যুগ্ম আহবায়ক আহমেদ সেলিমসহ দলের নেতা-কর্মীরা।
খবর২৪ঘণ্টা, জেএন