নাটোর প্রতিনিধি: দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। আজ সোমবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে নাটোরের সিংড়ায় দিবসটির সূচনা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নাটোর শহরের মাদ্রাসা মোড়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে শফিকুল ইসলাম শিমুল এমপি ও গুরুদাসপুরে অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি’র নেতৃত্বে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
সকাল ৮ টায় শঙ্কর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সুর মিলিয়ে সারা দেশের ন্যায় একযোগে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে অভিবাদন গ্রহন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন ও পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার । এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করে। এছাড়াও দিবসটি উপলক্ষে নাটোর জেলা আওয়ামীলীগ শহরের কান্দিভিটাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করাসহ দোয়া করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ