নাটোর প্রতিনিধি: নাটোর পিটিআই এলাকায় পারভিন পাবলিক হাই-স্কুলের সহকারী শিক্ষক রুস্তম আলি নামে এক শিক্ষক গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে পিটিআই মোড়ে রাস্তা পারাপরের সময় ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় ট্রাকের চাকার নিচে পড়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,পারভিন পাবলিক হাই ইস্কুলের সহকারি শিক্ষক মোঃ রুস্তম আলি স্কুলের কিছু অফিসিয়াল কাজ করে পিটিআই মোড় এলাকায় রাস্তা পারাপরের সময় ট্রাক চাপায় দেয় । এসময় আহত রুস্তমকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
খবর২৪ঘণ্টা, জেএন