নাটোর প্রতিনিধি: নাটোরে সরকারী-বেসরকারী বিভিন্ন স্কুল ও কলেজের অফিস সহকারীদের চাকুরি সরকারি করণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার সকালে নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারী কলেজের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন দাবিতে বক্তব্য রাখেন সরকারি স্কুল ও কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ান কেন্দ্রীয় কমিটির জেলার সভাপতি গৌর চন্দ্র জোয়ার্দার, সাধারন সম্পাদক মাসুদ রানা। এসময় অন্যন্যোর মধ্য বক্তব্য রাখেন রানী ভবানী সরকারী কলেজের অফিস সহকারী আফরোজা বেগম, মাসুদ রানা, নবাব সিরাজ উদ দৌলা কলেজের অফিস সহকারী মাহবুব আলম, লালপুর আব্দুলপুর সরকারী কলেজের অফিস সহকারী আনোয়ার হোসেন, নাটোর বালক উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী সোহাগসহ প্রমুখ।
বক্তারা বলেন, ১. সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োজিত বেসরকারি কর্মচারিদের নিয়োগের তারিখ থেকে সরকারি করণ করতে হবে।
২. চাকুরি সরকারি করণের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদান করতে হবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক বাংলাদেশ।
খবর২৪ঘণ্টা,কম/জন