নাটোর প্রতিনিধি: নাটোরে সেনা সদস্যরা প্রথম দিনের মত মাঠে নেমে শহরের মাদরাসা মোড় বনবেলঘরিয়া বাইপাস মোড়ে করোনা বিষয়ে সচেতনতা তৈরি প্রচারনা চালান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে মাদরাসা মোড়ে এবং ১১ টার দিকে বনবেলঘরিয়া বাইপাস মোড়ে এ সচেতনতাএসময় সেনা সদস্যরা হ্যান্ড মাএকমূলক ক্যাম্পেইন চালান। এসময় সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ করে দেন। হ্যান্ড মাইকে সেনা সদস্যরা প্রবাসীদের হোম কোয়ারাইন্টাইনে থাকতে এবং সামাজিক নিরাপত্তা মেনে চলার আহবান জানান।তারা বলেন নিজে নিরাপদে থাকুন , অন্যকে নিরাপদে লাখুন। হ্যান্ড মাইকে আরো বলা হয় রিকসা, ভ্যান অটো চলবে না। এস সঙ্গে দুইজন চলা ফেরা করা যাবেনা। কারো সাথে কারো কথা বলতে ৬ফিট দুরত্ব বজায় রাখতে হবে। এসময় মাদরাসা মোড় এলাকায় একটি খালিবাস দেখা গেলে সেনা সদস্যরা বাধা দেন এবং বাসটি রাস্তায় আসার কারণ জানতে চান। এসময় বাস চালক জানান, বাসটি রাত্রে নষ্ট হয়ে গিয়েছিল। সকালে ঠিক করে তিনি গ্যারেজে ফিরছেন। এসময় সেনা সদস্যরা যাত্রী পরিবহন করা যাবেনা ওয়ার্নিং দিয়ে বাসটি ছেড়ে দেন।
খবর২৪ঘন্টা/নই