নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার বিয়াস এলাকায় আব্দুল কাদের দুদুকে হত্যা মামলায় ৫জনের ফাঁসি ও ২জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। যাবজ্জীবন প্রাপ্ত দন্ড ২জনকে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে বিচারক সাইফুর রহমান সিদ্দীক এই আদেশ দেন।
ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন সিংড়া উপজেলার বিয়াস গ্রামের হাফিজুর রহমান, বুলু, খলিল, মজিবর এবং গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর বিলহরিবাড়ী এলাকার মনির হোসেন। আর যাবজ্জীবন সাজা প্রাপ্তরা হলেন, গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর এলাকার দুই ভাই আব্দুল হাকিম ও নজরুল ইসলাম।
নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান , ২০০৪ সালে ৩ ফেব্রুয়ারী সকালে কাদেরকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায় আসামীরা। পরে তার কাছ থেকে চাঁদা দাবি করলে দিতে রাজি না হওয়ায় গুলি করে জখম করে। এতে ঘটনাস্থলেই মারা যায় কাদের। এই ঘটনায় নিহতের স্ত্রী জয়নব বাদি হয়ে সিংড়া থানায় ৯ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা রজু করে। পুলিশ এই মামলায় ৯
জনকেই অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করে। মামলা চলা অবস্থায় অভিযুক্ত বিয়াস এলাকার নজরুল ইসলাম ও আসলাম মৃত্যু বরন করে। ওই মামলার দীর্ঘ শুনানী শেষে বিচারক আজ এই আদেশ দেন।
রায় প্রদানের সময় ফাঁসির দন্ডপ্রাপ্ত হাফিজুর রহমান ও মজিবর এবং যাবজ্জীবন সাজা প্রাপ্ত নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। বাকী ৪ অভিযুক্ত পলাতক রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন