নাটোর প্রতিনিধি: মুক্তিযোদ্ধার সার্টিফিকেট জালিয়াতি করে পুলিশের চাকরি নেওয়ার অপরাধে নাটোরে ৫পুলিশ সদস্যকে ২ বছর ৬মাস কারাদন্ড প্রদান ও ৫হাজার টাকা জরিমনা ও অনাদায়ে ৩মাস করে কারাদন্ড দেশ প্রদান করে আদালত। মঙ্গলবার বিকেলে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: খোরশেদ আলম এর আদালতে এ আদেশ দেন। লালপুর উপজেলার বিলমাড়িয়া এলাকার জামাল হোসেনের ছেলে সাজেদুর রহমান, একই গ্রামের কাউছার বেলুর ছেলে জোবায়ের হোসেন পলাশ ও নলডাঙ্গা উপজেলার কাটুয়াগাড়ী এলাকার বাবুল মোল্লার ছেলে সাইদুর রহমান, একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে আমির আলী এবং গুরুদাসপুর উপজেলার হাঁসমারি গ্রামের মৃত মজিদ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম । লালপুর এলাকার ২জন গুরুদাসপুর এলাকার ১জন ও নলডাঙ্গা এলাকার ২জন । এই ৫জন হচ্ছে দন্ডপ্রাপ্ত । নাটোর জজ কোর্টের পিপি এ্যাড. সিরাজুল ইসলাম জানান, ২০১১সালে মুক্তিযোদ্ধা কোটায় এই পুলিশ সদস্যরা নিয়োগ পায়। পরবর্তীতে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট যাচাই-বাছাইয়ে নিয়োগপ্রাপ্ত ৫পুলিশ সদস্যের সাটিফিকেট ভূয়া হিসেবে তদন্তে বেরিয়ে আসে। এরপর ২০১২সালে নাটোর পুলিশ লাইন্সের আরআই ওয়ান মামুনুর রশিদ বাদী হয়ে ৫পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় সাক্ষ্য প্রমান শেষে বিচারে আজ মঙ্গলবার বিকেলে তাদের প্রত্যেকের ২ বছর ৬ মাস করে কারাদন্ড প্রদান করেন। এসময় ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দেন।
খবর২৪ঘন্টা/নই