নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ১৭তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছ। শনিবার ৮ টার দিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গোপালপুর- সালামপুর রাস্তার মিল্কিপাড়ায় বিলের মধ্যে মমতাজ উদ্দিনের স্মরণ সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন , রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী । এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বদিউর রহমান বদর, জেলা আওয়ামী লীগের সদস্য বাবুল আক্তার , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ,ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান অনিসুর রহমান সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
এর আগে সকালে মমতাজ উদ্দিনের কবর জিয়ারত ও তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মমতাজ উদ্দিনের ছোট ভাই সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম ।
২০০৩ সালের ৬ জুন লালপুরের মিল্কিপাড়ায় এলাকায় বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ মমতাজ উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুবৃত্তরা।
খবর২৪ঘন্টা/নই