নাটোর প্রতিনিধি: সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহাদ আলী সরকারের নিব্র্াচনী জনসংযোগে সশস্ত্র হামলাা ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জন আহত হয়েছে। ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে।
হামলার সময় ৭-৮ রাউন্ড গুলির ঘটনা ঘটেছে বলে দাবী করেছেন প্রতিমন্ত্রী।
সোমবার সন্ধ্যার কিছু সময় আগে সদর উপজেলার শিব্দুর গ্রাম এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহাদ আলী সরকার বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাইতে জনসংযোগে বের চালাই। এসময় তার সফর সঙ্গী ছিলেন প্রায় ৩০টি মোটরসাইকেলে ৬০ জন।
সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার শিব্দুরগ্রাম মোড়ে জনসংযোগ চলা অবস্থায় মানিক নামে এক যুবলীগকর্মী তার সহযোগীদের নিয়ে ৩টি মোটরসাইকেলে ৬-৭ জন সশস্ত্র অবস্থায় পৌছে। ঘটনাস্থলে পৌছামাত্র তারা জনসংযোগে আমাকে লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি করে ভিতির পরিবেশ সৃষ্টি করে। এসময় বাধা দিতে এলে তারা আমার কর্মী মিঠুনকে কিল-ঘুসি মেরে আহত করে।
সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে মানিক ও শাহাদতকে
জজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার রাত পৌনে আটটার দিকে নাটোর প্রেসক্লাবে পৌছে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
এক প্রশ্নের জবাবে আহাদ আলী সরকার জানান, হামলার ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।