নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ছাত্রলীগকর্মী জামিলুর রহমান মিলনকে অপহরণের অভিযোগ এনে মহাসড়কে অবস্থান নিয়েছেন তার অনুসারীরা। এ সময় তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।
শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে শহরের কানাইখালী, হরিশপুর বাইপাস এবং স্টেশন বাইপাস এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ইউপি সদস্য এমদাদুল হক জানান, তার ছেলে জামিলুর রহমান মিলন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী। গত রাত ১২টার দিকে পুলিশ পরিচয়ে নিজ বাড়ি থেকে মিলনকে অপহরণ করা হয়েছে। মিলনের মুক্তির দাবিতে তার অনুসারীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, ‘মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মিলনকে অপহরণের ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা, এমকে