নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর ও বাগাতিপড়া ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে লালপুর উপজেলা ছাত্রলীগ। গতাকাল সোমবার বিকালে নাটোর প্রেসক্লাবের নিজস্ব হলরুমে এ সংবাদ সম্মেলন অনষ্ঠিহ হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, লালপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নান্নু।
সম্মেলন থেকে অভিযোগ করা হয়, গত ৩ জুন লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম তার এলাকা রামকৃঞ্চপুরে ইফতার মাহফিলে আয়োজন করেন। ওই ইফতার মাহফিলে যাওয়ার সময় সংসদ সদস্য আবুল কালাম আজাদের সমর্থকরা উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতা-কর্মিদের ওপর হামলা চালিয়ে মারপিট করে। এছারাও সংবাদ সম্মেলনে অভিযোগ করা করা হয়। উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটি স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের মনোঃপূত না হওয়ায় তার সমর্থকরা এ হামলা চালায়। এ ব্যাপারে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি এ ঘটনার বিচার দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, লালপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইউসুফ আলী, সহ সভাপতি শিমুল ইসলাম ও রাসেল কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ব্যাপারে সংসদ সদস্য আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে লালপুর উপজেলা ছাত্রলীগকে ‘গাঁজালীগ’হিসাবে আখ্যায়িত করে বলেন, আসল ছাত্রলীগ তার সাথে আছে এ ব্যাপারে আর কোন মন্তব্য করতে রাজি হননি।
খবর২৪ঘণ্টা.কম/নজ