নাটোর প্রতিনিধিঃ দাও ফিরিয়ে আলোর পথ’দূর হোক সংশয়’ এই শ্লোগান নিয়ে নাটোরে শুরু হয়েছে চার দিন ব্যাপী নাট্য উৎসব। স্থানীয় সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আয়োজনে বুধবার বিকেলে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাকাম মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে চার দিনের নাট্য উৎসবের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও নাট্য ব্যক্তিত্ব মলয় ভৌমিক।পরে সাকামের আমিনুল হক গেদু মিলনায়তনে রাজশাহী থিয়েটারের পরিবেশনায় কাটুস-কুটুস নাটক মঞ্চায়ন হয়। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে সিরাজগঞ্জের নাট্যাধার সংগঠনের নাটক ছাগতত্ত্ব মঞ্চায়ন হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ