নাটোর প্রতিনিধিঃ নাটোরে মায়া খাতুন (১১) নামে একটি শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে দু’জনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। বেলা ১টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাসানুজ্জামান এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন- নলডাঙ্গা উপজেলার ব্রক্ষ্মপুর গ্রামের টিপুুর ছেলে মো. মোবারক হোসেন ওরফে কালু (২৪) ও একই উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. মিঠুন (২৫)।
মামলা সুত্রে জানা যায়, ২০১৫ সালের ২৭ জুলাই নলডাঙ্গা উপজেলার ব্রম্মপুর গ্রামের জহুরুল ইসলামের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী মায়া খাতুনকে দুসম্পর্কের মামাত ভাই মোবরাক হোসেন লজেন্স খাওয়ানোর কথা বলে বারনই নদী সংলগ্ন আম বাগানে নিয়ে যায় । এরপর সাজাপ্রাপ্ত দুজন মিলে মায়াকে ধর্ষণ এবং শাস করে হত্যা করে। এ ব্যাপারে মায়ার বাবা জহুরুল ইসলাম বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে নলডাঙ্গা থানার এসআই ওয়াজেদ দুজনকে অভিযুক্ত করে চার্জ শিট প্রদানের পর স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ