নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (শিশু) ধর্ষণের দায়ে মনিরুল ইসলাম অনি (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত মনিরুল ইসলাম জেলার নলডাঙ্গা উপজেলার বানুর ভাগ গ্রামের রাজা শেখের ছেলে।
নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
উল্লেখিত ২০১১সালে এ ঘটনাটি ঘটে।
খবর২৪ঘণ্টা.কম/রখ