নাটোর প্রতিনিধ: নাটোরের বাগাতিপাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী ফাউন্ডেশন কর্তক পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের ১৩৫জন শিক্ষকদের মাঝে ঈদ উপহার
বিতরণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়মী-লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আজ শনিবার দুপুরে বাগাতিপাড়া উপজেলা পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী ফাউন্ডেশন ঈদ উপহার বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ময়দা , ১ কেজি চিনি, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ২ প্যাকেট দুধ ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান বিদ্যুৎ , সাংসদ শহিদুল ইসলাম বকুলের একান্তসহকারী আহসানুল হক অভি সহ স্থানীয় আওয়ামী লীগ , যুবলীগ , ছাত্রলীগের নেতাকর্মী ।
খবর২৪ঘন্টা/নই