নাটোর প্রতিনিধি: পূর্ববিরোধের জের ধরে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান নাটোর টিএমএসএস এর শিক্ষক বগুড়া জেলার মহাস্থানগর শিবগঞ্জ থানার নাটোরে কর্মরত টিএমএসএস সিনিয়র বিভাগীয় প্রধান শিক্ষক (সিভিল) রাব্বি ইসলাম (২৮) পিতা মোঃ আজিজুল হকের উপর বর্বরোচিত বহিরাগত সাবেক টিএমএসএসের শিক্ষক নাজমুল হুদার সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিষ্ঠানটির সামনে ঘন্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে টিএমএসএস পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে নিজ
প্রতিষ্ঠানের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানব অংশ নেয় প্রতিষ্ঠানটির শিক্ষক,শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। তারা মানববন্ধনে সন্ত্রাসী নাজমুল হুদার শাস্তির দাবিতে বিভিন্ন প্লে কার্ড ,ফেস্টুন নিয়ে অংশ নেয়। এসময় শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন টিএমএসএসের অধ্যাক্ষ আবু হান্নান, আহত শিক্ষক রাব্বি ইসলাম সহ বিভিন্ন শিক্ষ ও ছাত্রছাত্রী বৃন্দ।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে হরিশপুর বাইপাস এলাকায় কাচা সবজি বাজার করতে গেলে সেখানে নাজমুল হুদাসহ ৩/৪ জন সন্ত্রাসী তার গতিরোধ করিয়া অশ্লিল ভাষায় গালিগালাজ করিতে থাকে। এরপর তাকে হত্যার উদ্দোশ্যে পাশে পড়ে থাকা বাশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে,এলোপাথারি ভাবে মারধর করে, গলা টিপে শ্বাস রোধ করে মেরে ফেলার চেষ্টা করেন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করেন নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার প্রেক্ষিতে তদন্ত করছি।
খবর২৪ঘণ্টা, /জেএন