ঢাকাবুধবার , ৩ জুলাই ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে শালিকা হত্যা মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন ভার্সন
জুলাই ৩, ২০১৯ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি: নাটোরে দুলাভাই কর্তৃক দশ বছর বয়সের শিশু শালিকাকে ধর্ষণের পর শ্বাসরোধ কর হত্যার অভিযোগ প্রমাণিত দলাভাই সোহাগ হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাইনুল হক এই রায় প্রদান প্রদান করেন।সাজাপ্রাপ্ত সোহাগ হোসেন নাটোর শহরের উত্তর বড়গাছা এলাকার খলিলুর রহমানের ছেলে।

আদালত সুত্র জানায় ২০১৭ সালের ১০ জুলাই সোহাগ হোসেন তার শশুর বাড়ী শহরতলির বৈদ্যবেল ঘরিয়া গ্রামের মমিন হোসেনেরবাড়িতে যায়। এরপর শালিকা ৫ম শ্রেণির ছাত্রী মৌমিতাকে বেড়ানোর কথা বলে কৌশলে পার্শবর্তী পাট খেতে নিয়ে গিয়ে ধষর্ণ করার পর শ্বাসরোধ করে হত্যা করে। এ বিষয়ে খলিলুর রহমান বাদী হয়ে জামাই সোহাগ হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

পুলিশ চার্জশীট প্রদানের পর স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।