নাটোর প্রতিনিধি: সারাদেশের মতো নাটোরেও শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ শনিবার নির্ধারিত সময় সকাল ১০টায় জেলার মোট ৪৫টি কেন্দ্রে ২৬হাজার ২৭৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করছে। তবে গত বছরের তুলনায় এই বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। যা গত বছর ছিল ২৬ হাজার ৮৮ জন। এবছর এসএসসি সাধারনে ১৯হাজার ৮৪০জন ,ভোকেশনাল শাখায় ৩ হাজার ৯০১ জন এবং দাখিল ২হাজার ৫৩৩ জন।
গত বারের ন্যায় এবারেও এমসিকিউ পরীক্ষা আগে আনুষ্ঠিত হচ্ছে। এরপর দশ মিনিটি বিরতি দিয়ে সৃজনশীল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার শুরু থেকেই পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার বানু সহ অন্যান্য সরকারী কর্মকর্তাগন। পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।
খবর ২৪ঘণ্টা/ জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।