নাটোর প্রতিনিধিঃ নাটোর সদর উপজেলার জালালাবাদ গ্রামে লালন একাডেমির ভবন ও স্থায়ী মঞ্চ নির্মাণ শুরু হয়েছে।
বুধবার দুপুরে ৩ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আকতার বানু, লালন একাডেমির উপদেষ্টা ও নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, তেবাড়িয়া ইউপি চেয়ারম্যান ওমর আলী প্রধান, লালন একাডেমির সভাপতি আব্দুল লতিফ চিসতি, সাধারণ সম্পাদক সৌরভ হোসেন, জমিদাতা শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
লালন একাডেমির সভাপতি আব্দুল লতিফ চিসতি জানান, মোট ৩৯ শতাংশ জমির ওপর একটি স্থায়ী মঞ্চ ও একটি নিজস্ব ভবন নির্মাণ করা হচ্ছে। যেখানে বিভিন্ন অনুষ্ঠান করাসহ লালন চর্চা করা হবে। নাটোর জেলা ও সদর উপজেলা প্রশাসন দু’টি প্রকল্পের মাধ্যমে এ ভবন ও মঞ্চ নির্মাণ করছে। এতে মঞ্চ বাবদ ৫০ হাজার এবং ভবন নির্মাণে ২ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ