নাটোর প্রতিনিধি: “সোনালী আঁশের সোনার দেশ পাটপণ্যের বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে নাটোরে নানা কর্মসূচির মধ্যদিয়ে পাট দিবস পালন করা হয়েছে।
সোমবার সকালে শহরের মাদ্রারাসা মোড় থেকে একটি বনার্ঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নাটোর পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এড. সাজেদুর রহমান খান, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ