1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাটোরে র‌্যাব পরিচয়ে চাঁবাজির অভিযোগে একজন গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

নাটোরে র‌্যাব পরিচয়ে চাঁবাজির অভিযোগে একজন গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুলা, ২০১৮

নাটোর প্রতিনিধি: নাটোরে র‌্যাব পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে মোঃ সালাম শেখ (৩৯) নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১১টার সময় জেলার সদর উপজেলার আহম্মেদপুর বাজার সংলগ্ন ব্রীজের পশ্চিম পার্শ্ব থেকে তাকে গ্রেফতার করে র‌্যাপীড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৫)। গ্রেফতারকৃত মোঃ সালাম শেখ জেলার বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। রোববার জুলাই দুপুরে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান নাটোর ক্যাম্প কমান্ডার মেজর শিবলী মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ আজম হোসেনসহ র‌্যাব কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি সালাম শেখ নিজেকে র‌্যাব-৫ এর সদস্য দাবি করে নাটোর শহরের কানাইখালি মহল্লার পরেশ চন্দ্র ঘোষের ছেলে প্রনব

কুমার ঘোষ ও মৃত আবুল হোসেনের ছেলে মোঃ আবুল কালামকে হুমকি প্রদর্শন করেন এবং তাদের কাছে ৭৫ হাজার টাকা চাঁদা চান। এক পর্যায়ে প্রথম দফায় ৭০ হাজার টাকা আদায় করেন সালাম শেখ। পরে বাকী ৫ হাজার টাকা আদায় করতে আসলে সোমবার (৩০ জুন) দিনগত রাত ১১টার দিকে র‌্যাব-৫, এর একটি অপারেশন দল সালাম শেখকে গ্রেফতার করেন। এই ঘটনায় নাটোর সদর থানায় মামলা রুজু পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST