নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাস এবং মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। এসময় যাত্রীবাহী বাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। শুক্রবার বেলা ১২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার জাননা, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটারসাইকেলের সংঘর্ঘ হয়। এতে মোটরসাইকেলটি বাসটির ভিতর ঢুকে গেলে ঘটনাস্থলেই তিন আরোহির মৃত্যু হয়। এসময় গ্যাস চালিত
বাসটির সিলিন্ডার বিস্ফোরণ হলে বাসটিতে আগুন ধরে যায়। পরে দ্রুত ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি। মোটর সাইকেল আরোহী ৩জনের পরিচয় এখনো পাওয়া যায়ানি।
খবর২৪ঘণ্টা/এমকে