নাটোর প্রতিনিধি: নাটোরে মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৫১ জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে চল্লিশটি মামলার বিপরীতে ৫৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। নাটোর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। শনিবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, করোনাভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী সবাইকে মুখে মাক্স ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু জনসাধারণ অধিকাংশ সে কথা মানছেন না। মানুষকে করোনাভাইরাস থেকে বাঁচাতে এবং সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি সঠিকভাবে পালন করে এর জন্যই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
খবর২৪ঘন্টা/নই