নাটোর প্রতিনিধি: নাটোরে মাদক সেবন ও সংরক্ষনের দায়ে চার মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আদনান চৌধুরী এ আদেশ দেন। এর আগে শহরের মল্লিকহাটি পশ্চিমপাড়া মহল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
সাজাপ্রাপ্তরা হলেন, ওই এলাকার কসিম উদ্দিনের ছেলে রিংকু (২৮), মৃত কফিল উদ্দিনের ছেলে তসলিম প্রামানিক (৫০), মৃত মজনু প্রামানিকের ছেলে এশাকুল (৫০), আইয়ুন প্রামানিকের ছেলে মুন্না (২৩)। এদের মধ্যে রিংকুকে ৬ মাস এবং অপর তিনজনকে ৪ মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।
নাটোর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আনছুর রহমান খান এতথ্য নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্তরা সকলেই মাদক সেবনকারী। বৃহস্পতিবার বিকালে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে অপরাধ স্বীকার করেন তারা। এ অবস্থায় বিচারক এ আদেশ দেন।
তিনি আরো জানান, একই সময়ে একাধিক মাদক মামলার আসামী মাসুদ রানাকে (২২) ৪ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
খবর ২৪ঘণ্টা/ নই