নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১৫জন নিহতের ঘটনায় নিহতের পরিবারের মাঝে অনুদানের টাকা বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দূর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে ১৪জনের মধ্যে ২০হাজার করে অনুদানের টাকা তুলে দেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম রাব্বানীসহ অন্যান্যরা। অনুদানের টাকা নেওয়ার সময় নিহতের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় জেলা প্রশাসক তাদের স্বান্তনা দেওয়া দেন। উল্লেখ্য গত ২৫ আগষ্ট নাটোরের লালপুরে মর্মান্তিক দূর্ঘটনায় শিশুসহ ১৫জন যাত্রী নিহত হয়।
খবর২৪ঘণ্টা.কম/জেএন