নাটোর প্রতিনিধি: নাটোর বনপাড়া সরকারি খাদ্য গুদামে আমিনা বেগম নামে এক বৃদ্ধা ভিক্ষা চাওয়ার অপরাধে নিরাপত্তা প্রহরীর নির্যাতনে গুরুতর আহত হয়েছেন ও ভিক্ষুক । আহত ভিক্ষুক কে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়,শনিবার দুপুর ১টার দিকে বৃদ্ধা আমিনা খাতুন বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সরকারি খাদ্য গুদামের গেটে গিয়ে ভিক্ষা চান। এসময় নিরাপত্তা প্রহরী মোস্তফা তাকে চলে যেতে বলে। না যাওয়ায় প্রহরী মোস্তফা ভিক্ষুক ভিক্ষা না দিয়ে বৃদ্ধাকে শারীরিক নির্যাতন চালায়। এর ফলে সে রক্তাক্ত জখম হন।
খবর পেয়ে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় বিশ্বাস ওই বৃদ্ধাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে চলে যান। পরে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনসপেক্টর তৌহিদুর রহমান ঘটনাস্থল গিয়ে আমিনা বেগমকে নাটোর সদর হাসপাতালে পাঠান।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।