নাটোর প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দেশব্যাপী ৩০ লক্ষ বৃক্ষরোপনের অংশ হিসাবে নাটোরে কালেক্টরেট স্কুল চত্বরে একটি জলপাই গাছের চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ।
বুধবার সকালে কালেক্টরেট স্কুল চত্বরে বৃক্ষরোপনের কর্মসূচির অংশগ্রহন করেন নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গোলাম রাব্বী, কৃষি বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গোলাম মোর্ত্তজা আলী বাবলু, প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিনসহ সরকারী কর্মকর্তা ও বিশিষ্টজনেরা। পরে দোয়া ও মোনাজাত করা হয়।
এই কর্মসূচীর আওতায় নাটোর জেলার ৭টি উপজেলায় ৬০ হাজার ফলদ, বনজ ও ঔষূধী গাছের চারা রোপন করা হবে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।