নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার নাটোর পৌরসভার কাপুরিয়াপট্রি মহল্লার স্থায়ী বাসিন্দা পিতা মৃত আব্দুল রহমানের ছেলে বীর মুক্তিযোদ্ধা সামসুল হোক তিনি দীর্ঘদিন অসুস্থ্য ছিলেন । বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি মৃতুকালে এক স্ত্রী ও এক পুত্র ও একটি মেয়ে সন্তান রেখে যান। উপজেলা সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ’৭১, নাটোর ফুলবাগান শাখার ব্যবস্থাপনায় আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পরে মৃত ব্যক্তিকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম অনুষ্ঠিত হয়। সালাম অনুষ্ঠান পরিচালনা করেন আবু হাসান, সদর উপজেলা সহকারী (ভূমি) কমিশনার , নাটোর সদর নাটোর। নাটোর ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার পক্ষে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর আবু সিদ্দিক । এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, যুদ্ধহত মুক্তিযোদ্ধা, সভাপতি সেক্টার কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ , উপজেলা শাখা ও সাবেক উপজেলা কমান্ডারস , নাটোর সদর । শেখ মোহাম্মাদ ইউসুফ আলী সাধারণ সম্পাদক সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ ,উপজেলা কমান্ড, নাটোর জেলা শাখা সহ পরিবারের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। পরে কেন্দ্রীয় মসজিদেও সামনে মৃত ব্যাক্তির নামাজের জানায়া অনুষ্ঠিত । রাষ্ট্রীয় সালাম শেষে গাড়িখানা কেন্দ্রয়ী গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
এছাড়াও আরো গন্যমান্য ও মৃতের নিকটতম আত্নাীয় স্বজন অনেকে উপস্থিত ছিলেন। তাহার শোকাহত পরিবারকে মুক্তিযোদ্ধা ও এলাকাবাসির পক্ষে গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।