নাটোর প্রতিনিধি: শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের নেতৃত্বে শহরের মাদ্রাসা মোড়ে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ এসএম জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পারকল্পনা কর্মকর্তা ডাঃ আর কে সাহা সহ অন্যান্যরা।
খবর২৪ঘণ্টা, জেএন