নাটোর প্রতিনিধি: ‘শেখ হাসিনার উদ্যোগ -ঘরে ঘরে বিদ্যুৎ, এই শ্লোগান বস্তবায়নের লক্ষ্যে নাটোরে ‘আলোর ফেরিওয়ালা’ কার্যক্রমের মাধ্যমে গ্রাহকদের মাঝে দ্রুততার সাথে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ । আজ বুধবার সকাল থেকে পল্লী বিদ্যুৎ সমিতি -১ এ আওতায় নাটোরে পীরগঞ্জ এলাকার চন্দনপুর গ্রামে সাধারণ গ্রাহকদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান ও মিটার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এ জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন, এজিএম মো.নূরে আলম সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি -১এর কর্মকর্তারা বাড়ি বাড়ি ঘুরে ৫৫০টাকার মাধ্যেমে প্রয়োজনীয় কাগজ পত্র জমা নিয়ে মিটার সহ বিদ্যুৎ সংযোগ দিয়ে দিচ্ছেন। তারা হয়রানীর হাত থেকে রেহাই পেয়েছেন। প্রধানমন্ত্রী ঘোষিত শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম বাস্তবায়ন করছেন।
খবর২৪ঘণ্টা, জেএন