1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাটোরে বিটিভি উপকেন্দ্রের উপ-পরিচালক সহ ৫জন জেল হাজতে প্রেরণ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

নাটোরে বিটিভি উপকেন্দ্রের উপ-পরিচালক সহ ৫জন জেল হাজতে প্রেরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯

নাটোর প্রতিনিধি: নাটোরে গাছ কাটা মামলায় বিটিভি উপকেন্দ্রের উপ-পরিচালক সহ ৫জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালতের বিচারক মামনুর রশিদ তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামীরা হচ্ছে, নাটোর বিটিভি উপকেন্দ্রের পরিচালক এবং শহরের মোহনপুর এলাকার আব্দুস সোবহানের ছেলে দেলোয়ার হোসেন, চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার ময়েজ উদ্দিনের ছেলে মাহাতাবুর রহমান, বাগাতিপাড়া উপজেলার নওপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে ইকবাল হোসেন এবং ইকবাল হোসেনের ছেলে সানি।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, পারিবারিক বিরোধে আমার বাদি সাবিহা বেওয়ার জমিতে থাকা ১লাখ ২০হাজার টাকার গাছ কর্তন করে আসামীরা। এ নিয়ে গত ৪মে সাবিহা বেওয়া বাগাতিপাড়া থানায় একটি মামলা দায়ের করে। মামলায় আজ মঙ্গলবার দুপুরে আসামীরা হাজির হয়ে জামিনের আবেদন করে। কিন্তু নাটোর জজ আদালতের বিচারক মামনুর রশিদ তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST