1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাটোরে বিএনপি প্রার্থী দুলুর বাড়ির সামনে মোটরসাইকেলে আগুন  - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

নাটোরে বিএনপি প্রার্থী দুলুর বাড়ির সামনে মোটরসাইকেলে আগুন 

  • প্রকাশের সময় : শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

নাটোর প্রতিনিধি: 

নাটোরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় এবং বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাসার সামনে রাখা একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দূবৃত্তরা। এসময় দুলুর বাড়ি বা অস্থায়ী কার্যালয় ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করেছে দাবি বিএনপির। শনিবার সন্ধ্যা ৬টার কিছু পর শহরের আলাইপুরস্থ দলটির কার্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।নাটোর জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানরত নেতা-কর্মীরা জানান, শনিবার সন্ধ্যায় একাদশ সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী কেন্দীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নাটোর পৌর এলাকার ৬ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা চলছিল কার্যালয়টির ভেতরে। এসময় হেলমেট পরিহিত ১৫/২০ জন দুর্বৃত্তের কয়েকজন কার্যালয়ের সামনে রাখা মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বাকীরা কার্যালয় ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে। সিংড়া ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আহত হয়।

হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, সদর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দীন আহমেদসহ পুলিশের কর্মকর্তারা।এদিকে, হামলার বিষয়টি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজকে মৌখিকভাবে জানানো হয়েছে।জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু জানান, নিঃসন্দেহে নির্বাচনের আগে এ ধরণের হামলা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করল। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই। রোববার নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হবে।এদিকে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল জানান, এধরনের ঘটনা আওয়ামী লীগের কোন নেতাকর্মী ঘটায়নি। তবে বিএনপির নেতাকর্মীরা নিজেরাই মোটর সাইকেলে আগুন দিয়ে আওয়ামী লীগকে দায়ী করছে। বিএনপির আগামি একাদশ নির্বাচনকে বানচাল করতে এমন ঘটনা ঘটিয়েছে। আমি এর তিব্র নিন্দা জানাই।সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবর ২৪ ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST