নাটোর প্রতিনিধি: নাটোর জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চুকে গ্রেফতার ও সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র কাজী শাহ অালম অাটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরের হাফরাস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার ও আটক করা হয়। নাটোর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ সৈকত হাসান গ্রেফতার ও আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শহিদুল ইসলাম বাচ্চু একটি মামলার পরোয়ানাভুক্ত আসামী হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে নাটোর পৌরসভার সাবেক মেয়রকে কেন আটক করা হয়েছে তা জানাতে পারেননি । উল্লেখ্য, নাটোর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর অবর্তমানে সাধারণ সম্পাদক আমিনুল হককে নিয়ে শহিদুল ইসলাম বাচ্চুই দল পরিচালনা করে আসছেন। মোঃ রাশেদুল ইসলাম নাটোর
খবর২৪ঘণ্টা, জেএন