নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার একটি বাঁশঝাড় থেকে সুনিল চন্দ্র (36) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, উপজেলার সুকাশ ইউনিয়নের হাট মুরশন গ্রামের কৃষক সুনিল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। রাতেই তার স্ত্রী খোঁজাখুজি করে। আজ শুক্রবার সকালে বাড়ী থেকে সামান্য দূরে একটি বাঁশঝাড়ে সুনিলের লাশ পড়ে থাকতে দেখে। সে ঐ গ্রামের কলিন চন্দ্রের ছেলে।
রিবারের লোকজন বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানালে তিনি পুলিশে খবর দেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর আলম জানান, খবর পেয়ে আজ দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
খবর২৪ঘন্টা/নই