বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বাবার উপরে অভিমান করে ইঁদুর মারা বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে নাছরিন আক্তার হিমা (১৮) নামের একজন আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হিমা ওই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে।
স্থানীয় ও থানা সূূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে পিতার উপর আভিমান করে শনিবার সন্ধ্যার কোন এক সময় পরিবারের সদস্যদের অজান্তে হিমা ইঁদুরমারা গ্যাস ট্যাবলেট খায়। পরে জানতে পেরে তার নিকট আত্মীয়রা সন্ধ্যা সাড়ে আটটার দিকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পরে হিমার মৃত্যু হয়।
এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ