নাটোরে বাগাতিপাড়ায় চন্দ্রখইর মুসলিমা কল্যাণ কেন্দ্র মা সম্মাননা ও পিঠা উৎসব
প্রকাশের সময় :
শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮
নাটোর প্রতিনিধিঃ নাটোরে চন্দ্রখইর মুসলিমা কল্যাণ কেন্দ্র মা সম্মাননা ও পিঠা উৎসব হয়েছে। শনিবার বিকেলে বাগাতিপাড়া চন্দ্রখইর মুসলিমা কল্যাণ কেন্দ্র সর্বস্তরের সদস্যবৃন্দ আয়োজনে মা সম্মাননা ও পিঠা উৎসব অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে মহসিন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন চন্দ্রখইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, চন্দ্রখইর এবতেদায়ী মাদ্রাসার সুপার বাবুল ইসলাম,বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের অফিসার খাইরুল ইসলাম, প্রভাষক লক্ষিপুর আলিম মাদ্রাসা গোলাম মোস্তফা বকুলসহ বিশেষ অতিথি ছিলেন জিটিভির জেলা প্রতিনিধি , মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি । এসময় চন্দ্রমুখি ৫জন মাকে সম্মননা ক্রেস্ট দেওয়া হয় ,তারা হলেন সালেহা বেগম, মানজেরা বেগম, মুনজুআরা বেগম,মুনজিলা বেগম, জাকেয়া বেগম এবং রহিমা খাতুন মাকে স্বর্নগর্ভা মা উপাধী দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে সহসিন মোল্লা বলেন, প্রতিষ্ঠানের লক্ষ হলো মুসলিমাদের উন্নয়ন ও সকল ছেলেমেয়েদের প্রতি ভালোবাসা তৈরী করা । তিনি বলেন , সকল মায়ের সম্মাননায় পিঠা উৎসব আয়োজন করা হয়েছে।