নাটোর প্রতিনিধি: নাটোরে বেসরকারী স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের যুগপূর্তি ও ১৩ বছরে পদার্পন উপলক্ষ্যে র্যালী কেককাটাসহ বর্ণাঢ্য আয়োজন করা হয়। এর আগে এ উপলক্ষ্যে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
শনিবার সকালে শহরের জেলা পরিষদ মিলনায়তন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম রাব্বী। র্যালীতে সরকারী কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে যুগপূর্তির আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. রেজ্জাকুল ইসলাম। জেলা প্রতিনিধি কামরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এবিএম মোস্তফা খোকনসহ অন্যন্যেরা।
পরে যুগপূর্তি উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। অতিথিদের কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ