নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার বিজয়পুর এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাত দুইটার দিকে র্যাবের একটি দল টহল ডিউটি করার লালপুর উপজেলাার বিজয়পুর এলাকায় গেলে কিছু লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদেরকে আত্মমর্পনের নির্দেশ দিলে তারা টহল দলকে লক্ষ্য করে
অতর্কিত গুলি চালানো শুরু করে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে এক মাদক ব্যবসায়ী আহত হয় এবং অন্যরা পালিয়ে যায়। পরে আহত মাাদক ব্যবসায়ীকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে মাদক,অস্ত্র,গুলি উদ্ধার করা হয়েছে
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।