নাটোর প্রতিনিধিঃ নাটোরে বঙ্গবন্ধু শেখ মজিবুব রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তলন , বঙ্গবন্ধুর প্রতৃকৃতিতে পুষ্পমাল্য অর্পন ,এক মিনিট নিরবতা পালন ,বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনজাত করা হয়। এরপরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যলয়ে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ সভপতি ও আইনজিবি সমিতির সভাপতি এ্যাড. সিরাজুল ইসলাম পিপি, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তাজা আলী বাবলু, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম রমজান সহ নেতাকর্মী।
আজ শনিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যলয় ও জেলা প্রশাসনের কার্যলয়ে জেলা প্রশাসক শাহিনা খাতুনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতৃকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও এক মিনিট নিরবতা পালন শেষে র্যালী বের হয় । শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা সরকারী গনগ্রন্থাগারে এসে শেষ হয়। র্যালীটিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার , অতিরিক্ত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, মরিরুজ্জামান ভুইয়া,জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান, পরে সেখানে এক আলোচনায় হয়। জাতীয় শিশুদিবস উপলক্ষে দিনব্যাপি নানাকর্মসূচি পালন করে জেলা প্রশাসন।
খবর২৪ঘণ্টা.কম/নজ