নাটোর প্রতিনিধি: নাটোরের ৪টি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ সম্পন্ন হয়েছে। সোমবার সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই প্রতিক বরাদ্দ দেওয়া হয়।
এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. রাজ্জাকুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রার্থীদের মধ্যে নৌকা প্রতীক গ্রহন করে আওয়ামীলীগের আব্দুল কুদ্দুস এমপি ও শফিকুল ইসলাম শিমুল এমপি ,বিএনপির প্রার্থী সাবিনা ইয়াসমীন ছবির পক্ষে ধানের শীষ প্রতীক গ্রহন করেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু ও নাটোর-৪ আসনে বিএনপি প্রার্থী আব্দুল আজিজ ধানের শীষ প্রতিক গ্রহন করেন, নাটোর-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী জুনাইদ আহমেদ পলকের পক্ষে নৌকা প্রতীক গ্রহন করেন
উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. ওহিদুর রহমান, নাটোর-১ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীক গ্রহন করেন মঞ্জুরুল ইসলাম বিমলসহ বিভিন্ন প্রার্থীদের সমন্বয়কগন উপস্থিত থেকে প্রতীক গ্রহন করেন। রিটার্নিং কর্মকর্তারা নৌকা, ধানের শীষ, হাতপাথা ও কুড়ে ঘর সহ দল অনুযায়ী প্রতীক বরাদ্দ দেন।
প্রতিক বরাদ্দ পেয়ে প্রার্থীরা আনন্দ মিছিল সহ প্রচার প্রচারণা শুরু করেছেন।
খবর২৪ঘণ্টা, জেএন