নাটোর প্রতিনিধি: নাটোরের ৪টি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ সম্পন্ন হয়েছে। সোমবার সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই প্রতিক বরাদ্দ দেওয়া হয়।
এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. রাজ্জাকুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রার্থীদের মধ্যে নৌকা প্রতীক গ্রহন করে আওয়ামীলীগের আব্দুল কুদ্দুস এমপি ও শফিকুল ইসলাম শিমুল এমপি ,বিএনপির প্রার্থী সাবিনা ইয়াসমীন ছবির পক্ষে ধানের শীষ প্রতীক গ্রহন করেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু ও নাটোর-৪ আসনে বিএনপি প্রার্থী আব্দুল আজিজ ধানের শীষ প্রতিক গ্রহন করেন, নাটোর-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী জুনাইদ আহমেদ পলকের পক্ষে নৌকা প্রতীক গ্রহন করেন
উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. ওহিদুর রহমান, নাটোর-১ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীক গ্রহন করেন মঞ্জুরুল ইসলাম বিমলসহ বিভিন্ন প্রার্থীদের সমন্বয়কগন উপস্থিত থেকে প্রতীক গ্রহন করেন। রিটার্নিং কর্মকর্তারা নৌকা, ধানের শীষ, হাতপাথা ও কুড়ে ঘর সহ দল অনুযায়ী প্রতীক বরাদ্দ দেন।
প্রতিক বরাদ্দ পেয়ে প্রার্থীরা আনন্দ মিছিল সহ প্রচার প্রচারণা শুরু করেছেন।
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।