নাটোর প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামের বনপাড়া ছাতিয়ানগাছা এলাকায় ইজিবাইক চাপায় রেইসী রোজারিও (৪) নামে এক কণ্যাশিশু ও গোপালপুর রাজাপুর এলাকায় বালুবাহি ট্রাকের চাপায় মামুন হোসেন (২৬) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৫টার দিকে রেইসী রোজারিও বাড়ির পাশে খেলা করছিলো। এসময় ইজিবাইক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অপরদিকে শনিবার রাত পৌনে ৯টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার গোপালপুর রাজাপুর সৈয়দের মোড় এলাকায় একটি বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মামুন হোসেনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। মামুন গোপালপুর উত্তরপাড়া এলাকার মোক্তার হোসেনের ছেলে ও পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজী বিষয়ে মাষ্টার্স ফাইনালের ছাত্র এবং রেইসী রোজারিও উপজেলার বনপাড়া ছাতিয়ানগাছা এলাকার প্রকাশ রোজারিও’র মেয়ে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক সানোয়ার হোসেন ঘটনা দুইটির সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক ও ইজিবাইক আটক করা হয়েছে। তবে চালকদ্বয় পলাতক রয়েছে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।