নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।পরিবারের অভিযোগ,গোপনে গর্ভের সন্তান নষ্ট করাকে কেন্দ্র করে বড়াইগ্রাম উপজেলার বাটরা গোপালপুর গ্রামের পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামের সাথে স্ত্রী তাসলিমা খাতুনের কলহ সৃষ্ঠি হয়।গত ৯ সেপ্টেম্বর কর্মস্থল চাপাইনবাবগঞ্জ থেকে স্ত্রীকে নিয়ে শশুড়বাড়ি একই উপজেলার জোয়াড়ি গ্রামে যায় মনিরুল।রাতে তাসলিমাকে ঘরে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে এনায়েতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।এসময় পালিয়ে যায় কনস্টেবল মনিরুল।
এ অবস্থায় আজ ভোরে তাসলিমাকে মৃত ঘোষনা করে চিকিৎসকরা।এ নিয়ে নাটোরে পর্যায়ক্রমে ৩ জন কনস্টেবলের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো।বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।ময়না তদন্তের পর সবকিছু জানা যাবে বলে জানান ওসি।
খবর ২৪ঘণ্টা/ জেএন